মিল্টন সেন, হুগলি: ‌সিবিআই দায়িত্ব নেওয়ার পর এক মাস কেটে গেলেও এখনও কোনও অপরাধীর সাজা দূরের কথা গ্রেপ্তার পর্যন্ত হয়নি। বিচার বিলম্বিত হচ্ছে। দ্রুত বিচারের দাবিতে মানব বন্ধনে সামিল হল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। সোমবার সাংগঠনিক জেলার প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা মানব বন্ধন করে প্রতিবাদে সামিল হয় কয়েক হাজার মহিলা তৃণমূল কর্মী। জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শিল্পী চ্যাটার্জী জানিয়েছেন এক মাসের বেশী সময় অতিবাহিত হয়েছে। আদালতের নির্দেশে সিবিআই এই নির্মম হত্যা কান্ডের তদন্তভার গ্রহণ করলেও কথিত কিছু হয়েছে নজরে পড়ছে না। ওই মহিলা চিকিৎসককে নির্মম ভাবে খুনের ঘটনায় এদিন পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা। তাই এই প্রতিবাদ সংগঠিত করা হয়েছে। শুধু মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরাই নয়, জেলা তথা গোটা রাজ্যের পুরুষ নারী নির্বিশেষে এই হত্যা কাণ্ডের বিচার চাইছে। আমরাও চাইছি বিচার প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করুক সিবিআই এবং দোষীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করুক। এরপরই শিল্পী চ্যাটার্জি বলেন, ‘‌রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কন্যাশ্রী, রুপশ্রী সহ একাধিক প্রকল্প তিনি নারীদের জন্য করেছেন। আগামীদিনেও করবেন এই আশা রাখি। 


ছবি:‌ পার্থ রাহা